বিবাহ - একটি স্বর্গীয় বন্ধন

বিয়ে বা বিবাহ যেটাই বলি না কেন সহজ ভাষায় বলতে গেলে বলা যায়,এটি হচ্ছে এমন একটি চুক্তি যার 
মাধ্যমে দুইজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ দাম্পত্য সম্পর্ক স্থাপনের জন্য সামাজিক স্বীকৃতি লাভ করে। একজন
পুরুষের জীবন এর সফলতা অনেকাংশে নির্ভর করে তার জীবনসঙ্গী কেমন হবে তার উপর।



জীবনসঙ্গী কেমন হবে তা নিয়ে পুরুষদের অনেক রকম স্বপ্ন থাকে। একেকজন এর চাহিদা থাকে একেকরকম।
কেউ চায় তার স্ত্রী সাংসারিক হবে। সংসার গুছিয়ে রাখবে।,স্বামী আর সন্তানদের দেখাশোনা করবে।এদের নিয়েই
রচনা করবে তার স্বর্গ।

আবার কারো স্বপ্ন থাকে তার স্ত্রী এর পেশাগত পরিচয় ও থাকতে হবে।তারা দুইজন মিলেমিশে সংসার চালাবে।
আবার সন্তানদের ও লালনপালন করবে। দুইজনেরই ব্যক্তিগত ও আর্থিক স্বাধীনতা থাকবে। তাই,বিয়ের আগে এবং
পরে নারীর কর্মজীবন কেমন হবে তা নিয়ে বেশ ভালই সমস্যার সম্মুখীন হতে হয়।

বর্তমান সময়ে বেশিরভাগ পুরুষ পেশাজীবী নারী দের জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। তাই বিবাহ পরবর্তী সমস্যা
এড়ানোর জন্য যদি বিয়ের পাত্রী পছন্দ করার সময় এ বিষয়গুলো খেয়াল করে এগিয়ে যাওয়া হয়, তবে খুব কম
সময়ে মানানসই পাত্রী পাওয়া সম্ভব হয়। এই ব্যাপারে bdmarriage.com ব্যাপক সহায়ক ভুমিকা পালন করে থাকে।